রাঙামাটিতে জিপিএ-৫ সংবর্ধনা

সংগৃহিত

ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়; দেশ, রাষ্ট্র ও সমাজের জন্য স্বপ্ন দেখতে হবে। যাতে সবাই আমরা একটি সুন্দর দেশ পাই। এ জন্য তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের প্রস্তুতি, গড়ে ওঠা ও তোমাদের সাফল্যের ওপরে নতুন বাংলাদেশ অপেক্ষা করছে। ভবিষ্যতে তোমাদেরই দায়িত্ব নিতে হবে।’

রাঙামাটিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন সাবেক শিক্ষক ও সাংস্কৃতিকর্মী শিশির কান্তি চাকমা। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখোর’ পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে এই আয়োজন করে প্রথম আলো। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটিতে সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে জেলার ১০ উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *